Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st অক্টোবর ২০১৮

কর্মপরিধি

শিল্পায়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, বর্হিবিশ্বে দেশের সুনাম, মানবিক মূল‌্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিতকরণের লক্ষ‌্যে প্রাতিষ্ঠানিক (এরূপ সরকারী ও বেসরকারী খাতে যেখানে কর্মরত শ্রমিকের কাজের বা চাকুরীর শর্ত ইত‌্যাদি বিদ‌্যমান শ্রম আইন ও তদাধীন প্রনীত বিধি-বিধানের আওতায় নির্ধারিত কিংবা নিয়ন্ত্রিত) ও অপ্রাতিষ্ঠানিক ( এরূপ বেসরকারী খাত যেখানে কর্মরত শ্রমিকের বা চাকুরীর শর্ত ইত‌্যাদি বিদ‌্যমান শ্রম আইন ও তদাধীন প্রণীত বিধি-বিধানের আওতায় নির্ধারিত কিংবা নিয়য়ন্ত্রিত নহে এবং যেখানে কর্মরত শ্রমিকদের সংগঠিত হওয়ার সুযোগ অত‌্যন্ত সীমিত) খাতে নিয়োজিত শ্রমিক ও শ্রমিকদের পরিবারের কল‌্যাণ সাধনের জন‌্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ‘বাংলাদেশ শ্রমিক কল‌্যান ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করা হয়েছে।